Top
সর্বশেষ
শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয় ভোটার হওয়ার বয়স ১৭ হওয়া উচিত: প্রধান উপদেষ্টা এক্সপ্রেসওয়েতে তিন গাড়িকে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৫ বাংলাদেশ-চীন সর্ম্পক নতুন উচ্চতায়: পররাষ্ট্র উপদেষ্টা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহত দেশে অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত 

কুড়িগ্রাম সফর স্থগিত করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

২৬ ডিসেম্বর, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
কুড়িগ্রাম সফর স্থগিত করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
কুড়িগ্রাম প্রতিনিধি :

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরবঙ্গ সফরের মাঝপথেই ঢাকা ফিরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি নীলফামারিতে অবস্থান করছিলেন। দুপুরে হেলিকপ্টারযোগে তার কুড়িগ্রামে আসার কথা ছিল। কিন্তু সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারী থেকেই উত্তরবঙ্গ সফর স্থগিত করে ঢাকায় ফিরে যাচ্ছেন তিনি।

উপদেষ্টা আসিফের পিএস এর বরাত দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার কুড়িগ্রামে আগমন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) দুপুরে গণসংবর্ধনা আয়োজন করেছিলো কুড়িগ্রামবাসী। পাশাপাশি এইদিন বিকেলে চিলমারী উপজেলায় এবং আগামীকাল (শুক্রবার) রাজারহাট উপজেলায় শীতবস্ত্র বিতরণের কথা ছিল তার।

এদিকে, সচিবালয়ে আগুন লাগার ঘটনায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

এনজে

শেয়ার