Top

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠন

২৮ ডিসেম্বর, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ২০২৫ সালের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের অতিরিক্ত আইজিপি (সিআইডি) মো. মতিউর রহমান শেখকে সভাপতি ও ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২০২৫ সালের ৩৫ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

এদিন কমিটির প্রথম সভায় ৩৫ সদস্যের মধ্যে দফতর বণ্টন করা হয়।

বিএইচ

শেয়ার