Top
সর্বশেষ
কোম্পানিগুলোর তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে কাজ করছি: বিএসইসি চেয়ারম্যান দেশের ইতিহাসে সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো ডিসেম্বরে আর বিদেশে বই ছাপানো হবে না: শিক্ষা উপদেষ্টা ২৯তম বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬০০ এমপি প্রার্থীকে ঋণ খেলাপি মুক্ত দেখানো হয় ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সাদ্দাম নুরুল ইসলাম সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ মার্চ ফর ইউনিটি: শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

‘ভূমি নাগরিক সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার’

২৯ ডিসেম্বর, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ
‘ভূমি নাগরিক সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার’
নিজস্ব প্রতিবেদক :

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার ভূমি নাগরিক সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয় বিশেষ কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে।

রোববার (২৯ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার উপজেলা ভূমি অফিস ও মহানগর রাজস্ব সার্কেলের চলমান অনলাইনসহ অন্যান্য ভূমি সেবা কার্যক্রম সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় মাঠপর্যায়ের সকল ভূমি কর্মকর্তা-কর্মচারীদের আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান সালেহ আহমেদ।

সভায় ঢাকা মহানগর রাজস্ব সার্কেল ও ঢাকা জেলার উপজেলা ভূমি অফিস অনলাইনসহ অন্যান্য ভূমি সেবা কার্যক্রম মাঠপর্যায়ের সমস্যা তুলে ধরেন। তারা ভূমি নামজারি ও ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

এসময় ভূমি সচিব সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে কতিপয় নির্দেশনা দেন তিনি।

সভায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার