Top
সর্বশেষ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬০০ এমপি প্রার্থীকে ঋণ খেলাপি মুক্ত দেখানো হয় ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সাদ্দাম নুরুল ইসলাম সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ মার্চ ফর ইউনিটি: শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭ অবৈধ অভিবাসী গ্রেফতার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু বুধবার বাণিজ্যমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ইসরায়েলে কাজ করতে গেলো ১৬ হাজার ভারতীয় শ্রমিক

ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবার: গভর্নর

২৯ ডিসেম্বর, ২০২৪ ২:০২ অপরাহ্ণ
ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবার: গভর্নর

ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবারই আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, ‌ব্যাংকখাতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আবার অন্য দিকে থেকে দেখলে এটাও বলতে হবে যে ব্যাংক খাত যতদূর এগোতে পারত বা পুরা আর্থিক খাতটাই যতদূর এগোতে পারত, সেটা আমরা পারিনি। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে।

তিনি বলেন, যাইহোক, এটার মূলে একক কোনো গোষ্ঠী বা ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম। সবাই হয়তো নিজেদের জায়গা থেকে চেষ্টা চালাতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে হয়তো হয় নাই। সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে।

ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে জানিয়ে গভর্নর বলেন, এ খাত বিকশিত হবে। সেক্ষেত্রে আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

এম জি

শেয়ার