Top
সর্বশেষ

ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

২৯ ডিসেম্বর, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ
ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি :

কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে বাসের ধাক্কায় স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম (৬০) নিহত হয়েছে। সে কাপাসিয়া উপজেলার পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টায় ওই সড়কের ধলাগর ব্রিজ সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিক্ষক সাইফুল ইসলাম নিহত হন। তিনি উপজেলার ময়সন গ্রামের সুলতান মুক্তারের ছেলে।

নিহতদের ভাই কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল ইসলাম ফরিদ জানান, দুপুরে শিক্ষক সাইফুল ইসলাম মটরসাইকেলে স্কুল থেকে বাড়ী ফিরলেন। সড়কের কাপাসিয়ার ধলাগর স্থানে একটি পৌছলে অনন্য পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, স্থানীয়দের সহায়তায় অনন্য বাস আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

এম জি

শেয়ার