Top
সর্বশেষ
আর বিদেশে বই ছাপানো হবে না: শিক্ষা উপদেষ্টা ২৯তম বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬০০ এমপি প্রার্থীকে ঋণ খেলাপি মুক্ত দেখানো হয় ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সাদ্দাম নুরুল ইসলাম সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ মার্চ ফর ইউনিটি: শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭ অবৈধ অভিবাসী গ্রেফতার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু

ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

২৯ ডিসেম্বর, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ
ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি :

কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে বাসের ধাক্কায় স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম (৬০) নিহত হয়েছে। সে কাপাসিয়া উপজেলার পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টায় ওই সড়কের ধলাগর ব্রিজ সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিক্ষক সাইফুল ইসলাম নিহত হন। তিনি উপজেলার ময়সন গ্রামের সুলতান মুক্তারের ছেলে।

নিহতদের ভাই কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল ইসলাম ফরিদ জানান, দুপুরে শিক্ষক সাইফুল ইসলাম মটরসাইকেলে স্কুল থেকে বাড়ী ফিরলেন। সড়কের কাপাসিয়ার ধলাগর স্থানে একটি পৌছলে অনন্য পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, স্থানীয়দের সহায়তায় অনন্য বাস আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

এম জি

শেয়ার