ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার মানুষকে গুম, খুন, হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে এ দেশে দিনের আলোয় র্নিবাচন হবে, যখন নির্বাচন হবে তখন সবাই আপনারা দিনে আলোতেই ভোট দেবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠান, আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। দয়া করে কোনো চোর-বাটপার ধান্দাবাজকে সংসদে পাঠাবেন না।
তিনি আরও বলেন, আমাদের দেশের শিক্ষিত মানুষেরা কলমের খোঁচায় চুরি করে। টাকা ছাড়া এ দেশের ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। আমরা ক্ষমতার জন্য পাগল, একবার ক্ষমতায় গেলে আর নামতে চাই না। প্রয়োজনে হাজার হাজার মানুষ মেরে আমাদের ক্ষমতায় থাকতে হবে।
তাফসীরুল কোরআন মাহফিলে হাফেজ মাওলানা গাজী আল মাহমুদের সভাপত্বিতে কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমাদের তত্ত্বাবধানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খাঁন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল অন্যান্যরা। পরে তাফসীরুল কুরআন মাহফিলে দেশের বিভিন্ন ওলামা একরাম বয়ান করেন।
বিএইচ