বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় এবং জানমালের নিরাপত্তার কারণ দেখিয়ে কেয়া কসমেটিকস্ লিমিটেড (নীট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন) ও ইয়ার্ন মিলস্ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার (২৯ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (জরুন) এলাকায় কেয়া কসমেটিকস্ লিমিটেডের চেয়ারম্যানের স্বাক্ষরিত নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায়া হয়।
নোটিশে আগামী ১৫ জানুয়ারি শ্রমিকদের সকল বকেয়া বেতন পরিশোধ করার ঘোষণা দিলেও বিকেল থেকে শ্রমিকেরা বেতন পরিশোধের দাবিতে কোনাবাড়ী (বাইমাইল) সাইনবোর্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করেন বৃহস্পতিবা (২৬ ডিসেম্বর) কারখানার অভ্যন্তরে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল শ্রমিক আকস্মিকভাবে অযৌক্তিক ও বেআইনি দাবী নিয়ে কারখানার অন্য শ্রমিকদের সংগঠিত করে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করেন। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের জান-মালের নিরাপত্তার স্বার্থে শৃঙ্খলা বজায় রেখে কাজে যোগদানের জন্য কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রত্যেক লাইনের প্রতিনিধিদের সাথে পিএ সিস্টেমের মাধ্যমে মিটিং করেন এবং বারবার অনুরোধ করেন। শ্রমিকেরা কাজে যোগদান না করে উৎপাদন ফ্লোর থেকে কার্ড পাঞ্চ করে বেরিয়ে পড়েন এবং কারখানার অন্যান্য ইউনিটের কাজ বন্ধ করে দেন।
নোটিশে কর্তৃপক্ষ আরো উল্লেখ করেন, রবিবার (২৯ ডিসেম্বর) শ্রমিকরা সংগঠিত হয়ে মাইকিং করে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯ টার সময় তিন শিফটের সকল শ্রমিকদেরকে কারখানার মেইন গেইটে সংগঠিত হওয়ার আহবান জানান। বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা থাকার কারণে কর্তৃপক্ষ কারখানার জান ও মালের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানায় কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে পরবর্তীতে কারখানা খোলার তারিখ লিখিত নোটিশের মাধ্যমে জানানো হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২ (কোনাবাড়ী) জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু তালেব জানান, কয়েকদিন যাবত কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া কসমেটিকস্ লিমিটেড কারখানার শ্রমিকেরা নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। বিকেল সাড়ে ৪টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী (বাইমাইল) সাইনবোর্ড এলাকায় শ্রমিকেরা অবরোধ করে রাখায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগে পড়েছেন।
এদিকে, কোনাবাড়ী থানার অধীন এ বি এম ফ্যাশন লিমিটেডের (অনন্ত গ্রুপ) ছাঁটাই করা শ্রমিকেরা আজও অবস্থান কর্মসূচি পালন করে। এক পর্যায়ে শ্রমিকেরা ফিডার রোড বন্ধ করে বিক্ষোভ করে। পরে মালিক পক্ষ চাকরিচ্যুত শ্রমিকদের মঙ্গলবারের (৩১ ডিসেম্বর) মধ্যে বিজিএমইএর ব্ল্যাক লিস্ট থেকে অপসারণের ঘোষণা দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেন শ্রমিকেরা।
এম জি