Top

বছরের ব্যবধানে ডিএসইএক্স কমেছে ১ হাজার ৩০ পয়েন্ট

৩০ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ
বছরের ব্যবধানে ডিএসইএক্স কমেছে ১ হাজার ৩০ পয়েন্ট
পুঁজিবাজার ডেস্ক :

দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সাল স্বস্তির ছিল না।পুঁজিবাজারে গত কয়েক বছরের মধ‌্যে এ বছরে স্মরণকালের সবচেয়ে বেশি পতন ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স চার বছরে মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত এক বছরের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের ১ জানুয়ারি ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ছিল ৬ হাজার ২৪৬.৫০ পয়েন্টে। আর ৩০ ডিসেম্বর  ডিএসইএক্স সূচক অবস্থান করে ৫ হাজার ২১৬.৪৪ পয়েন্টে। ফলে প্রায় এক বছরের ব্যবধানে ডিএসইএক্স সূচক কমেছে ১ হাজার ৩০.০৬ পয়েন্ট বা ১৬.৪৯ শতাংশ।

তবে চলতি বছরের ২৮ অক্টোবর ডিএসইএক্স সূচক সর্বনিম্ন কমে দাঁড়িয়েছিল ৪ হাজার ৮৯৮.৫২ পয়েন্টে। যা গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। এর আগে ২০২০ সালের ২ ডিসেম্বর ডিএসইর সূচক কমে দাঁড়িয়েছিল ৪ হাজার ৯৩৪ পয়েন্টে। আর ডিএসইএক্স সূচকটি গত ১১ ফেব্রুয়ারি সর্বোচ্চ বেড়েছিল ৬ হাজার ৪৪৭.০৭ পয়েন্টে।

চলতি বছরের ১ জানুয়ারি ডিএসই’র শরিয়াহ সূচক ডিএসইএস সূচক ছিল ১ হাজার ৩৬৪.১৩ পয়েন্টে। আর চলতি বছরের ৩০ ডিসেম্বর ডিএসইএস সূচক অবস্থান করছে ১ হাজার ১৬৮.৯০ পয়েন্টে। ফলে প্রায় এক বছরের ব্যবধানে ডিএসইএস সূচক কমেছে ১৯৫.২৩ পয়েন্ট বা ১৪.৩১ শতাংশ।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি ডিএসই’র ডিএস-৩০ সূচক ছিল ২ হাজার ৯৩.৮৩ পয়েন্টে। আর চলতি বছরের ৩০ ডিসেম্বর ডিএস-৩০ সূচক কমে অবস্থান করছে ১ হাজার ৯৩৯.২৯ পয়েন্টে। ফলে প্রায় এক বছরের ব্যবধানে ডিএস-৩০ সূচক কমেছে ১৫৪.১ পয়েন্ট বা ৭.৩৬ শতাংশ।

 

এসকেএস

 

শেয়ার