Top
সর্বশেষ
২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা চরম সংকটেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খরচ বিলাস তাপমাত্রা আরও কমে শীত তীব্র হওয়ার সম্ভাবনা দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, খসড়া তালিকা প্রকাশ ইসরায়েলি বর্বরতা: ৬ শতাংশ কমেছে গাজার জনসংখ্যা মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় গোলাগুলি, শিশুসহ নিহত ১০ মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অবৈধ অভিবাসী আটক

বছরের ব্যবধানে ডিএসইএক্স কমেছে ১ হাজার ৩০ পয়েন্ট

৩০ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ
বছরের ব্যবধানে ডিএসইএক্স কমেছে ১ হাজার ৩০ পয়েন্ট
পুঁজিবাজার ডেস্ক :

দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সাল স্বস্তির ছিল না।পুঁজিবাজারে গত কয়েক বছরের মধ‌্যে এ বছরে স্মরণকালের সবচেয়ে বেশি পতন ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স চার বছরে মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত এক বছরের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের ১ জানুয়ারি ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ছিল ৬ হাজার ২৪৬.৫০ পয়েন্টে। আর ৩০ ডিসেম্বর  ডিএসইএক্স সূচক অবস্থান করে ৫ হাজার ২১৬.৪৪ পয়েন্টে। ফলে প্রায় এক বছরের ব্যবধানে ডিএসইএক্স সূচক কমেছে ১ হাজার ৩০.০৬ পয়েন্ট বা ১৬.৪৯ শতাংশ।

তবে চলতি বছরের ২৮ অক্টোবর ডিএসইএক্স সূচক সর্বনিম্ন কমে দাঁড়িয়েছিল ৪ হাজার ৮৯৮.৫২ পয়েন্টে। যা গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। এর আগে ২০২০ সালের ২ ডিসেম্বর ডিএসইর সূচক কমে দাঁড়িয়েছিল ৪ হাজার ৯৩৪ পয়েন্টে। আর ডিএসইএক্স সূচকটি গত ১১ ফেব্রুয়ারি সর্বোচ্চ বেড়েছিল ৬ হাজার ৪৪৭.০৭ পয়েন্টে।

চলতি বছরের ১ জানুয়ারি ডিএসই’র শরিয়াহ সূচক ডিএসইএস সূচক ছিল ১ হাজার ৩৬৪.১৩ পয়েন্টে। আর চলতি বছরের ৩০ ডিসেম্বর ডিএসইএস সূচক অবস্থান করছে ১ হাজার ১৬৮.৯০ পয়েন্টে। ফলে প্রায় এক বছরের ব্যবধানে ডিএসইএস সূচক কমেছে ১৯৫.২৩ পয়েন্ট বা ১৪.৩১ শতাংশ।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি ডিএসই’র ডিএস-৩০ সূচক ছিল ২ হাজার ৯৩.৮৩ পয়েন্টে। আর চলতি বছরের ৩০ ডিসেম্বর ডিএস-৩০ সূচক কমে অবস্থান করছে ১ হাজার ৯৩৯.২৯ পয়েন্টে। ফলে প্রায় এক বছরের ব্যবধানে ডিএস-৩০ সূচক কমেছে ১৫৪.১ পয়েন্ট বা ৭.৩৬ শতাংশ।

 

এসকেএস

 

শেয়ার