Top
সর্বশেষ

মতলব উত্তরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মুকুলের মতবিনিময়

০৪ জানুয়ারি, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ
মতলব উত্তরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মুকুলের মতবিনিময়
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল মতলব উত্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ছেংগারচর বাজারে অবস্থিত মতলব উত্তর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইনকিলাবের মতলব প্রতিনিধি মাহবুবর আলম লাভলুর সভাপতিত্বে ও দৈনিক প্রিয় চাঁদপুরের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, ছেংগারচর পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নোমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুর ইসলাম শান্ত, ছেংগারচর পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ভূ্ঁইয়া, দৈনিক সংবাদের মতলব প্রতিনিধি শহিদুল ইসলাম খোকন, দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার জাকির হোসেন বাদশা, দৈনিক সংবাদ সারাবেলার মতলব প্রতিনিধি তুহিন ফয়েজ, দৈনিক কালবেলার মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক এশিয়ান টেলিভিশনের মতলব প্রতিনিধি সুমন আহমেদ, দৈনিক প্রিয় চাঁদপুরের বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, দৈনিক জবাবদিহির মতলব উত্তর প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, দৈনিক রুপালী বাংলাদেশের মতলব উত্তর প্রতিনিধি লিয়াকত হোসাইন, প্রিয় চাঁদপুরের মতলব উত্তর প্রতিনিধি গাজী এমদাদুল হক মানিক, ব্যবসায়ী মো. রাসেল প্রমুখ।

এম জি

শেয়ার