Top
সর্বশেষ

এক বছরে রাশিয়ার ৪ লাখ সেনা নিহতের দাবি ইউক্রেনের

০৪ জানুয়ারি, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
এক বছরে রাশিয়ার ৪ লাখ সেনা নিহতের দাবি ইউক্রেনের

গত এক বছরে অর্থাৎ ২০২৪ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ৪ লাখ ৩০ হাজার ৭৯০ জন সেনা হারিয়েছে রাশিয়া। সেনা হারানোর এই সংখ্যা ২০২২ ও ২৩ সালের মোট সংখ্যার চেয়েও বেশি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে। তবে, গত সোমবার (৩০ ডিসেম্বর) ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ অলেক্সান্ডার সিরস্কি জানিয়েছেন, ২০২৪ সালে রুশ সেনাবাহিনীর প্রায় ৪ লাখ ২৭ হাজার সেনা হতাহত হয়েছেন। খবর আল-জাজিরার।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল দিনে গড়ে ১১৮০ জন। কিন্তু হতাহতের সংখ্যা বছরের শেষ দিকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কেননা, মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টায় রুশ বাহিনী ইউক্রেনে হামলা বাড়িয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সবচেয়ে বেশি হতাহত হয়েছে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে। এই দুমাসে যথাক্রমে ৪৫ হাজার ৭২০ জন ও ৪৮ হাজার ৬৭০ জন সেনা নিহত হয়েছেন। কেননা এ সময় দোনেৎস্কে রাশিয়া হামলা জোরদার করেছিল।

এর আগে গত ৩১ ডিসেম্বর কমান্ডার-ইন-চিফ অলেক্সান্ডার সিরস্কি বলেন, এই বছর রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চরম মূল্য দিয়েছে। কারণ আমাদের সেনাবাহিনী ও ইউক্রেনের সব প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী যুদ্ধে আগের যেকোনও বছরের তুলনায় শত্রুদের বেশি সেনা ও সরঞ্জাম ধ্বংস করেছে।

এদিকে উপগ্রহ চিত্র এবং ভিডিও ফুটেজের ওপর ভিত্তি করে ওয়াশিংটন-ভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক, ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের তথ্যমতে, ২০২৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের ৪১৬৮ বর্গ কিলোমিটার (১৬০৯ বর্গ মাইল) এলাকা এবং পরিত্যক্ত গ্রামগুলো দখল করতে সফল হয়েছে রাশিয়া। যা দেশটির ০.৬৯ শতাংশ আয়তনের সমান।

এম জি

শেয়ার