Top
সর্বশেষ

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দলন সাতক্ষীরা জেলা কমিটির ৯ জনের পদত্যাগ

০৪ জানুয়ারি, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দলন সাতক্ষীরা জেলা কমিটির ৯ জনের পদত্যাগ
সাতক্ষীরা প্রতিনিধি :

কেন্দ্রীয় ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দলন সাতক্ষীরা জেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরায় বৈষম্যবিরোধী আন্দলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

আজ শনিবার দুপুরে সাতক্ষীরা খুলনা রোড মোড় আসিফ চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় নতুন কমিটি থেকে ৯ জন শিক্ষার্থী পদত্যাগ করে।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের অন্যতম সমন্বয়ক ইমরাহ হোসেন এক লিখিত বক্তব্যে বলেন, বর্তমানে সাতক্ষীরা জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের যে কমিটি দেওয়া হয়েছে সেটি একটি ভিতহীন বিল্ডিং মাত্র। স্বজন প্রীতির মাধ্যমে প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে পকেট কমিটি করা হয়েছে। যারা সামনের সারিতে থেকে এই আন্দলনকে নেতৃত্ব দিয়েছিল তাদের অধিকাংশকে বাদ দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে তাই আমরা এই পকেট কমিটিকে প্রত্যাক্ষান করছি।

এসময় তিনি আরও বলেন, এই সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে নতুন এই কমিটি থেকে ৯জন পদত্যাগ করছে। পরবর্তীতে আরও অন্যরা করবে।

এসময় উপস্থিত ছিলেন, সমন্বয়ক এএইচ রিফাত, বখতিয়ার হোসেন, রিজভী হোসেন, সায়েম আহমেদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে অংশগ্রহনকারি শিক্ষার্থীরা।

বিএইচ

শেয়ার