Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

‘রাজপথ দখল করলে ঢাকার ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়’

০৮ জানুয়ারি, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ
‘রাজপথ দখল করলে ঢাকার ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়’

ইদানিং বিভিন্ন গোষ্ঠিরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, তারা মনে করে রাজপথ দখল করলে দাবি আদায় সম্ভব। কিন্তু এটা সমাধান নয়।

বুধবার (৮ জানুয়ারি) সকালে ক্রাবের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। দাবিদাওয়ার ব্যাপারে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেয়ার অনুরোধ জানান কমিশনার।

তিনি বলেন, ৫ আগষ্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিলো তবে সেগুলো থেকে উতরে আসার চেষ্টা চলছে। গত ১৫ বছরের পুলিশের আচরণ থেকে পুলিশ বের হতে চায়। তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। একইসাথে ৪০ হাজার পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ছিনতাইরোধে ডিএমপি কাজ করছে বলেও জানান কমিশনার।

এম জি

শেয়ার