Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

পূবালী ব্যাংকের সঙ্গে ডিএইচএলের চুক্তি সই

০৯ জানুয়ারি, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
পূবালী ব্যাংকের সঙ্গে ডিএইচএলের চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক :

বেসরকারী খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি এবং লজিস্টিক্স ও আন্তর্জাতিক শিপিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ গো-গ্রীন প্লাস শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিয়ারুল হক।

এসময় পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, আন্তর্জাতিক বিভাগের মহাব্যবস্থাপক নিশাত মাইসুরা রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই উদ্যোগের লক্ষ্য হলো শিপিং সেবায় কার্বন নিঃসরন হ্রাস করা। কার্যকরভাবে কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনার মাধ্যমে পূবালী ব্যাংকের নেটজিরো লক্ষ্যমাত্রা অর্জনে গো-গ্রীন প্লাস প্যাকেজ সহায়ক ভূমিকা পালন করবে।

বিএইচ

শেয়ার