Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

চট্টগ্রাম শহরে চালু হলো কেএফসি’র আরও ২ আউটলেট

০৯ জানুয়ারি, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ
চট্টগ্রাম শহরে চালু হলো কেএফসি’র আরও ২ আউটলেট

গ্লোবাল ব্রান্ড কেএফসি’র একমাত্র ফ্রাঞ্জাইজি ‘ট্রান্সকম ফুডস লিমিটেড’ ২০০৬ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে দেশের ১২টি শহরে কেএফসি স্টোরের মাধ্যমে ফিঙ্গার লিকিং গুড খাবার পরিবেশন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি চট্টগ্রামে আরও দুটি নতুন আউটলেট চালু করেছে (মোমিন রোড, জামাল খান এবং বালি আর্কেড, চকবাজার)।

আউটলেট উদ্ভোধন অনুষ্ঠানে সাথে ছিল কেএফসি স্বপ্নের পাঠশালার পথশিশুরা, যাদের পরিবেশন করা হয়েছিল মজাদার ফিঙ্গার লিকিং গুড মিল। শিশুদের উপস্থিতি মুহূর্তটিকে আনন্দদায়ক ও স্মরণীয় করে তুলেছিল।

কাস্টমারগণ উভয় স্টোরে ডাইন-ইন, টেক এওয়ে, কল ফর ডেলিভারি, kfcbd.com ও KFC APP অর্ডারের মাধ্যমে কেএফসি’র ফিঙ্গার লিকিং গুড ফুড উপভোগ করতে পারবেন।

ট্রান্সকম ফুডস লিমিটেড মার্কিন যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীনে পরিচালিত।

এম জি

শেয়ার