Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

দর বৃদ্ধির শীর্ষে অ্যাসোসিয়েটেড অক্সিজেন

০৮ জানুয়ারি, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে অ্যাসোসিয়েটেড অক্সিজেন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩২ বারে ৩০ লাখ ৬ হাজার ৫৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি ২৫২ বারে ৪ লাখ ৬৫ হাজার ৭৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩১ বারে ৪ লাখ ১৫ হাজার ৩৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৫.৭৮ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৩১ শতাংশ, অগ্নি সিস্টেসের ৪.৮৩ শতাংশ, সিএপিএম আই বিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৪.৩৪ শতাংশ, আফতাব আটোর ৩.১৭ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৩.৭২ শতাংশ এবং এসএস স্ট্রীলের ৩.৫২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার