Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল

০৮ জানুয়ারি, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক :

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশে অবস্থিত সম্পদের বিবরণী দাখিলের সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার ( ৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-৪ শাখা কর্তৃক প্রকাশিত গত ২৬শে ডিসেম্বরের নম্বর ০৫.০০.০০০০,১৭৩,২২,০২৭.২৪,২৩৩-এর বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

এমতাবস্থায়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশে অবস্থিত সম্পদের বিবরণী নির্ধারিত ফরমে হাতে বা কম্পিউটারে কম্পোজ করে ১০ম গ্রেড থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদেরকে প্রশাসন শাখায় এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদেরকে সাধারণ ও সংস্থাপন শাখায় আগামী ১৫ ফেব্রুয়ারি মধ্যে প্রেরণ/দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিএইচ

শেয়ার