Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

লালপুর বিদ্যালয়ে বাথরুমের গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরি

০৮ জানুয়ারি, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
লালপুর বিদ্যালয়ে বাথরুমের গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরি
লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে একটি বিদ্যালয় অফিস কক্ষে বাথরুমের গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৮ জানুয়ারি) ভোর রাতে উপজেলার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এঘটনা ঘটে।

এ ঘটনায় বাদী হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায় লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এজাহার সুত্রে জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার ছুটি শেষে বিদ্যালয়ের অফিস কক্ষ তালা দিয়ে প্রধান শিক্ষক কর্মচারী বাড়ি চলে যান। বুধবার সকালে বিদ্যালয়ের অফিস খোলার পর দেখা যায় ভেতরের জিনিসপত্র আসবাবপত্র, ভাঙচুর এবং কাগজপত্র তছনছ করে ফেলে রাখা আছে। এসময় কক্ষের বিভিন্ন জিনিসপত্রের খোঁজ করে দেখা যায় ১৬ ইঞ্চির একটি এলইডি টিভি, তিন কেজি ওজনের কাঁসার তৈরি একটি ঘন্টা, একটি অণুবীক্ষণ যন্ত্র ও কিছু কাগজপত্রসহ ৬০ হাজার টাকা মূল্য মানের জিনিসপত্র কে বা কারা নিয়ে গেছে। এঘটনায় লালপুর থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক তপন কুমার রায় জানান, বুধবার ভোর রাতে অফিস কক্ষে বাথরুমের পেছনে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে তা স্পষ্ট করা করে বলা যাচ্ছে না। ঘটনার পর চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে লালপুর থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করতে আশ্বস্ত করেছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এম জি

শেয়ার