গাইবান্ধায় অসহায় ও দ্রাবিদ্র পীড়িত মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিচার বিভাগ,গাইবান্ধার আয়োজনে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত সন্মেলন কক্ষে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ২শ’ অসহায় দারিদ্র্য পীড়িত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন গাইবান্ধা জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকার। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ কুদরাত-ই-খোদা সহ অন্যান্য বিচারকগণ,প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন,পলাশবাড়ীর এরিয়া ম্যানেজার মোঃ সিদ্দিকুল আলম মৃধা ও গাইবান্ধার এরিয়া ম্যানেজার মোঃ রিপন খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার এবং বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোছা: মাসুমা খানম যুথি। সংস্থাটি ১৯৭৬ সাল থেকে অসহায় দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে আসছে।প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় লিগ্যাল এইড সহায়তা, দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, শিক্ষা, মাদক মুক্ত যুব সমাজ গঠন, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, প্রতিবন্ধী উন্নয়নসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
এম জি