Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

আইএসও সনদ অর্জন করল অগ্নি সিস্টেমস লিমিটেড

০৮ জানুয়ারি, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
আইএসও সনদ অর্জন করল অগ্নি সিস্টেমস লিমিটেড

দেশের অন্যতম ইন্টারনেট ও ডাটা কানেক্টিভিটি সেবাদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ৯০০১:২০১৫ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সনদ অর্জন করেছে।

সম্প্রতি অগ্নি সিস্টেমস লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম বি-অ্যাডভান্সির পরিচালক আলমগীর হোসেন মিল্কীর কাছ থেকে সনদ গ্রহণ করেন।

আইএসও সনদ প্রাপ্তির মাধ্যমে অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিষেবা আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেল। এ উপলক্ষে অগ্নি সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম বলেন, এই সনদ অর্জন আমাদের গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করবে। একইসঙ্গে এটি আমাদের কর্মীদের মধ্যে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের মানসিকতাকে আরও প্রসারিত করবে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করবে।

অনুষ্ঠানে পরিচালক জিয়া শামসী অগ্নি সিস্টেমস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার এবং স্টেকহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, এই অর্জন অগ্নি সিস্টেমস লিমিটেডের গ্রাহক সেবা উন্নত করার প্রতিশ্রুতির প্রতিফলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানি সচিব আল হেলাল মোঃ মওদুদ আহমেদ এসিএস, হেড অফ এইচআর দোলন কৃষ্ণ উকিল , হেড অফ রেভিনিউ আনিসুল ইসলাম, হেড অফ এডমিন সুলতান মাহমুদ রাসেল সহ অগ্নি সিস্টেমস লিমিটেড এবং বি-অ্যাডভান্সির উর্ধ্বতন কর্মকর্তারা।

এম জি

শেয়ার