Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

পিএসসির নতুন সদস্যদের শপথ স্থগিত

০৮ জানুয়ারি, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
পিএসসির নতুন সদস্যদের শপথ স্থগিত
নিজস্ব প্রতিবেদক :

সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের শপথ গ্রহণ স্থগিত করতে সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরপর তাদের শপথ স্থগিত করা হয়েছে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পিএসসির চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে চলমান নিয়োগ পরীক্ষার জরুরি কাজের কারণে নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণের পূর্বনির্ধারিত ০৯-০১-২০২৫ তারিখ স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পিএসসির একটি সূত্র জানিয়েছে, নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার কারণে এ শপথ স্থগিত করা হয়েছে। পিএসসির ওই সূত্রটি জানায়, নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্য সাবেক সরকারের ঘনিষ্ঠজন হওয়ায় সমালোচনা হচ্ছে।

গত ২ জানুয়ারি নতুন সদস্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক শাহনাজ সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান, মো. মুনির হোসেন এবং সাব্বির আহমেদ চৌধুরী।

এর আগে পিএসসিতে ৮ সদস্য নিয়োগ দেয় সরকার। বর্তমানে পিএসপির চেয়ারম্যানের দায়িত্বে আছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আগের চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যানসহ নতুন সদস্য নিয়োগ দেয় সরকার।

বিএইচ

শেয়ার