জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৫ সেশনের নবনির্বাচিত কমিটি এক বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ সেশনের সভাপতি আরিফুজ্জামান উজ্জল ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন হিমু নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন। ২০২৫ সেশনের নবনির্বাচিত সভাপতি মেহেদী মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক ফারুক ওয়াসিফ।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জুলাই-অগাস্ট আন্দোলনে ক্যাম্পাস ছিল মূল প্ল্যাটফর্ম। আপনাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করেছে। গণঅভ্যুত্থানের পর সাংবাদিকদের দায়িত্ব আরো বেড়েছে। দেশের সব অনিয়মের বিরুদ্ধে কলম ধরতে হবে এবং সংস্কারমূলক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।”
পিআইবির পরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সবসময় সাহসী ভূমিকা রেখেছে। তবে সাহসের পাশাপাশি দক্ষতা ও নৈতিকতার সমন্বয় করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দিকে মনোযোগী হতে হবে।”
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন হিসেবে জাবিসাসের ভূমিকা অনন্য। বিশেষত ২০২৪ সালের অভ্যুত্থানে তাদের অবদান স্মরণীয়। আশা করি নতুন কমিটি তাদের পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবদান রাখবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, এবং জীব বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, প্রখ্যাত কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার, জাবিসাস কার্যকরী পরিষদের নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক রেজাউল রাকিব, জাবিসাস অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি সৈয়দ শহিদুল হক চৌধুরী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু, ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগি সামিয়া, ইসলামি ছাত্রশিবিরের জাবি শাখা সভাপতি মুহিবুর রহমান মুহিব, ছাত্র ইউনিয়ন (অমর্ত্য-ঋদ্ধ) অংশের সভাপতি অমর্ত্য রায়, ছাত্র অধিকার পরিষদের রাজু আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেরাব সিফাত প্রমুখ।
বিএইচ