Top
সর্বশেষ

গাইবান্ধায় প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ

১৫ জানুয়ারি, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
গাইবান্ধায় প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপনে নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে গাইবান্ধা সদর উপজেলার স্টোশন বাদিয়াখালী বাজারে প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে নেসকোর গ্রাহকেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের জোর দাবি জানান। সেই সঙ্গে দাবি মানা না হলে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা প্রতিহত করার ঘোষণাও দেন তাঁরা। প্রিপেইড মিটার সংযোগ প্রকল্প থেকে গাইবান্ধা জেলাকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।

প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের আহ্বায়ক আব্দুল খালেদ কাজীর সভাপতিত্বে বক্তব্য দেন গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু,প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি গাইবান্ধার আহবায়ক গোলাম রব্বানী মুসা, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, হাসান মোর্শেদ দীপন, এ্যাড ফারুক কবির, মনির হোসেন সুইট, খোরশেদ আলম, ফিরোজ সরদার, মামুন শেখসহ অনেকেই।

এম জি

শেয়ার