Top
সর্বশেষ
বাজার পর্যালোচনার ভিত্তিতে সুদের হার আরো কমবে: গভর্নর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০ সারজিস আলমের নেতৃত্বে আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী

এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন

১৬ জানুয়ারি, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন

দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত ৩০ বছর বয়সী নারী সানজিদা আক্তার মারা গেছেন। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ জানুয়ারি এই নারীর এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যায়, ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম বলেন, আক্রান্ত নারী একজন গৃহিণী। তাঁর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাঁর স্বামী বিদেশে থাকেন। তবে অতি সম্প্রতি ওই নারীর স্বামীও দেশে আসেননি।

এর আগে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ছিলেন সেই নারী। পরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হওয়ায় তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ইনফ্লুয়েঞ্জা ধরনের এই ভাইরাসে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বহুসংখ্যক ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে ভাইরাসটি সম্পর্কে এখনো কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এম জি

শেয়ার