Top
সর্বশেষ
সারা দুনিয়া ও দেশবাসীকে জানাতে চাই আমরা একতাবদ্ধ আছি: ড. ইউনূস বাজার পর্যালোচনার ভিত্তিতে সুদের হার আরো কমবে: গভর্নর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

ফরচুন বরিশালকে ১৪০ রানের টার্গেট দিলো ঢাকা

১৬ জানুয়ারি, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
ফরচুন বরিশালকে ১৪০ রানের টার্গেট দিলো ঢাকা
স্পোর্টস ডেস্ক :

চলমান বিপিএলে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে ঢাকা ক্যাপিটালস। নিজেদের অষ্টম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে রাজধানীর দলটি। এই ম্যাচে আগে ব্যাট করে সুবিধা করতে পারেনি তারা। বরিশালকে ১৪০ রানের সহজ লক্ষ্য দিয়েছে ঢাকা ক্যাপিটালস।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের। ১৭ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লিটন। তিন ব্যাট করতে এসে খালি হাতে ফেরেন মুনিম শাহরিয়ারও।

এরপর জেপি কোটজে (৮) এবং সাব্বির রহমান (১০) এবং থিসারা পেরেরা শূন্য রানে আউট হলে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন তানজিদ তামিম। ৩৯ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। ১১ বলে ১১ রান করে তাকে সঙ্গ দেন মোসাদ্দেক।

৪৪ বলে ৬২ রান করে উইকেটের পিছনে ক্যাচ আউট হন তামিম। ১ রান করে রান আউট হন চতুরাঙ্গা ডি সিলভা। শেষ দিকে ব্যাট চালাতে থাকেন ফরমানুল্লাহ। ১৬ বলে ২২ রান করে এই বাঁহাতি ব্যাটার আউট হলে ৩ বল হাতে থাকতেই ১৩৯ রানে অলআউট হয় ঢাকা।

ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তানভীর ইসলাম। এ ছাড়াও ফাহিম আশরাফ দুটি, জাহানাবাদ, রিপন মন্ডল ও মাহমুদউল্লাহ দুটি করে উইকেট শিকার করেন।

বিএইচ

শেয়ার