চলমান বিপিএলে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে ঢাকা ক্যাপিটালস। নিজেদের অষ্টম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে রাজধানীর দলটি। এই ম্যাচে আগে ব্যাট করে সুবিধা করতে পারেনি তারা। বরিশালকে ১৪০ রানের সহজ লক্ষ্য দিয়েছে ঢাকা ক্যাপিটালস।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের। ১৭ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লিটন। তিন ব্যাট করতে এসে খালি হাতে ফেরেন মুনিম শাহরিয়ারও।
এরপর জেপি কোটজে (৮) এবং সাব্বির রহমান (১০) এবং থিসারা পেরেরা শূন্য রানে আউট হলে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন তানজিদ তামিম। ৩৯ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। ১১ বলে ১১ রান করে তাকে সঙ্গ দেন মোসাদ্দেক।
৪৪ বলে ৬২ রান করে উইকেটের পিছনে ক্যাচ আউট হন তামিম। ১ রান করে রান আউট হন চতুরাঙ্গা ডি সিলভা। শেষ দিকে ব্যাট চালাতে থাকেন ফরমানুল্লাহ। ১৬ বলে ২২ রান করে এই বাঁহাতি ব্যাটার আউট হলে ৩ বল হাতে থাকতেই ১৩৯ রানে অলআউট হয় ঢাকা।
ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তানভীর ইসলাম। এ ছাড়াও ফাহিম আশরাফ দুটি, জাহানাবাদ, রিপন মন্ডল ও মাহমুদউল্লাহ দুটি করে উইকেট শিকার করেন।
বিএইচ