Top

ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থ হলে রাজপথে নামার হুঁশিয়ারি ঢাকা কলেজ ছাত্রদলের

১৯ জানুয়ারি, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থ হলে রাজপথে নামার হুঁশিয়ারি ঢাকা কলেজ ছাত্রদলের
ঢাকা কলেজ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার উদ্যোগ আগামী ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে, ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থ হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে গণ মিছিল ও স্মারক লিপি প্রদান করেন।

রোববার (১৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা কলেজ শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি ঢাকা কলেজ শহীদ মিনার থেকে শুরু করে ক্যাফেটেরিয়া হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ ঘুরে মুক্ত মঞ্চে গিয়ে মিছিলটি সমাপ্ত হয়।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য খাইরুল ইসলাম খোকন বলেন, বাংলাদেশের যত বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে ঢাকা কলেজ তার সম্মুখ সারীতে মোকাবেলা করে বিজয়ী হয়েছে। কিন্তু দুঃখের বিষয় সর্বশেষ ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ১৯৯৩ সালে। এরপর থেকে প্রায় ৩১ বছর ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন আর আলোর পথ দেখতে পাইনি। সাধারণ ছাত্রদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় আমরা আমাদের অধিকার ফিরে পায় না এবং আমাদের দাবি-দাওয়া তুলে ধরার মত জায়গা পায়না। ছাত্র সংসদের জন্য সাধারণ শিক্ষার্থীরাই তাদের প্রতিনিধি বাছাই করবে।

এছাড়া তিনি আরও বলেন, কোন লেজুড় বৃত্তিক রাজনীতি চলবে না। ছাত্ররাই ছাত্রদের প্রতিনিধিত্ব করবে। আমাদের কলেজে ক্লাসরুম সংকট লাইব্রেরী সংকটসহ বিভিন্ন সংকটে জর্জরিত ছাত্র সংসদ না থাকায় এগুলো তুলে ধরার মত জায়গা নেই। আমরা চাই এই সংকটগুলো ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সমাধান হোক। ছাত্ররা ছাত্রদের কষ্ট বুঝে তাই ছাত্রদের কষ্ট বুঝতে ছাত্র প্রতিনিধি দরকার। আপনারা আগামী ছাত্র সংসদ নির্বাচনের জন্য রুট ম্যাপ দিবেন এবং যথাযথ পদক্ষেপ নিবেন। আর যদি আপনারা এটা করতে ব্যর্থ হন তাহলে আমরা ছাত্রদলসহ যতগুলো ক্রিয়াশীল সংগঠন আছে সবাইকে নিয়ে রাজপথে নামবো এবং আমাদের ছাত্র সংসদের অধিকার আদায় করে ছাড়বো। আমরা ভর্তি ও ফর্ম ফিলাপের সময় ছাত্র সংসদের জন্য একটা ফি দিই কিন্তু বিগত ৩১ বছর ধরে এই ফি’র যথাযথ ব্যবহার আমরা দেখতে পাইনি অতএ ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এই ফি’র যথাযথ ব্যবহার করতে হবে।

এম জি

শেয়ার