Top

ইবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

১৯ জানুয়ারি, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
ইবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে রোববার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি করেছে বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তারা ও শাখা ছাত্রদল নেতাকর্মীরা।

এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এসময় বিজয়ী প্রথম তিন জনকে পুরষ্কার প্রদান করা হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. এ.বি.এম জাকির হোসেন এবং ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, জিয়াউর রহমানের জন্মদিনে শিশুদের নিয়ে ছাত্রদলের এমন আয়োজন প্রশংসনীয়। জিয়াউর রহমান শিশুদের উন্নয়ন ও মনোজগতের বিকাশের জন্য শিশু একাডেমি প্রতিষ্ঠা ও শিশু মেলা চালু করেছিলেন, যা বিগত স্বৈরাচার সরকার বন্ধ করে দিয়েছিলো। জিয়াউর রহমান শিশুদের নিয়ে ভাবতেন। তাই তিনি শিশুদের জন্য কাজ করেছিলেন।

এর আগে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীরা ও ছাত্রদল নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে অনুষদ ভবনের নীচে কেক কাটা ও বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার