জিয়াউর রহমানের মতো দেশ প্রেমিক রাষ্ট্র নায়ক পৃথিবিতে বিরল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী। আজ জিয়াউর রহমানের ৮৯ তম জনবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে এ জনসভায় তিনি এ কথা বলেন।
সাবেক এই ছাত্রনেতা বলেন, জিয়াউর রহমান হলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভোমত্বের প্রতীক, ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে গণতন্ত্রের নানান মোড়ক থাকলে ও সত্যি কারের বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান এ অঞ্চলে প্রবর্তন করেছেন।
মোস্তফা খান সফরী বলেন, বাকসাল পরবর্তী আজকের যে আওয়ামী লীগ এটাও তার দয়ায় পুনঃ জন্ম লাভ করেছেন, বাংলাদেশ যে সত্যিকারের স্বাধীন এবং সার্বভোমত্ব উদার এবং মুসলিম রাষ্ট্র হিসিেবে পরিচিতি লাভ করেছে তাও জিয়াউর রহমানের মাধ্যমে হয়েছে।
তিনি বলেন মধ্যপাচ্যের ইকার ইরান যুদ্ধ মধ্যস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সে সময় জাপানের মত শক্তিশালী রাষ্ট্রকে হারিয়ে জাতি সংর্ঘ নিরাপত্তা পরিষদে জাপানের মত শক্তিশালী রাষ্ট্রকে হারিয়ে সভাপতির আসন লাভ করেছেন।
বাংলাদেশের অর্থনীতির মূল আজকের চালিকা শক্তি গার্মেন্টস খাত, জনশক্তি রপ্তানি ও মানব সম্পাদ উন্নয়নের গুরুত্বপূর্ন অবদান রেখেছেন।তিনি এক মাত্র ব্যাক্তি জিনি ১৯৭১ সালে চট্রগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা দিয়ে মুক্তিযোদ্ধা ঝাফিয়ে পড়েছেন, স্বাধীনতার লাল সূর্য আমাদেরকে এনে দিয়েছেন। আজকে তার ৮৯ তম জন্মবার্ষিকীতে তার প্রতি আমাদের রইলো গভীর শ্রদ্ধাঞ্জলি, তার মত দেশ প্রমিক রাষ্ট্র নায়ক পৃথিবিতে বিরল, আমরা তার উত্তরসূরিরা তারেক রহমানের নের্তৃত্বে ৩১ দফার ভিত্তিতে শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ার সচেষ্ট থাকবো, এ আমাদের আঙ্গিকার।