Top

স্কুল অ্যান্ড কলেজ অবৈধভাবে দখলে নেওয়ার অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে

২০ জানুয়ারি, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
স্কুল অ্যান্ড কলেজ অবৈধভাবে দখলে নেওয়ার অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের রাজেন্দ্রপুরে প্রভাব খাটিয়ে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ অবৈধভাবে দখলে নিয়ে পিরচালনা করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের শিক্ষক দম্পত্তির বিরুদ্ধে।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় ওই প্রতিষ্ঠানের সামনে সাবেক ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে দখলকারী শিক্ষকদের অপসারণ ও বিক্ষোভ করে বিচার দাবি করেন।

অভিযুক্ত শিক্ষকরা হলো হায়দার সিদ্দিকী ও তার স্ত্রী রুজি সিদ্দিকী।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর ওই শিক্ষক দম্পতি প্রভাব খাটিয়ে ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ পরিচালনার দায়িত্ব নেয়। অভিযুক্তদের বিরুদ্ধে গেল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পক্ষে কাজ করারও অভিযোগ করেন মানববন্ধনে শিক্ষার্থীরা। অভিযুক্তরা নিজেদের স্বার্থ বাস্তবায়নের জন্য জোরপূর্বক স্কুল পরিচালনা দায়িত্ব নিয়ে এলাকাবাসী ও সাধারণ ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছে। স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ইকবাল সিদ্দিককে জীবিত থাকা অবস্থায় অভিযুক্তরা বিভিন্নভাবে প্রতিষ্ঠানটি বন্ধের পায়তারা করেন। গেল আগস্টে সরকার পরিবর্তনের সাথে সাথে শিক্ষক দম্পতি প্রভাব খাটিয়ে জোরপূর্বক ওই প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব নেই। তাদেরকে দায়িত্ব থেকে অপসারণের জন্য সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদেরকে স্কুল থেকে অপসারণ না করলে এলাকাবাসীকে নিয়ে সাধারণ ও সাবেক শিক্ষার্থীরা বৃহৎ আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

অভিযুক্ত শিক্ষক হায়দার সিদ্দিকী জানান, বহিরাগত কিছু লোকজন ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজের ভাববূর্তি নষ্ট করার পায়তারা করছে। এলাকাবাসী স্কুল পরিচালনা কমিটি এবং শিক্ষকদের অনুরোধে আমরা এ প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করে আসছি।

এম জি

শেয়ার