Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

স্ট্যান্ডার্ড ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নজমুল হক

২৫ মার্চ, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
স্ট্যান্ডার্ড ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নজমুল হক

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক লায়ন নজমুল হক চৌধুরী স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি চট্টগ্রামের উত্তর কাট্টলিতে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিকম ও পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমকম ও এলএলবি সম্পন্ন করেন।

নজমুল হক চৌধুরী মেসার্স এসকেএম জুট মিলস লিমিটেডের একজন আবাসিক পরিচালক ও যৌথ উদ্যোগের কোম্পানি মেসার্স ভেনওমেরেন ট্যাংক টার্মিনাল (বিডি) লিমিটেড ও ইন্টারন্যাশনাল অয়েল মিলস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী।

দীর্ঘ প্রায় পাঁচ দশক লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নজমুল হক চৌধুরী বর্তমানে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মানবসেবার স্বীকৃতিস্বরূপ তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ও আরো অনেক সামাজিক সংস্থার পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন।

শেয়ার