জামালপুরের সরিষাবাড়ীতে আতাউর রহমানকে (বিপুল) নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও তার পরিবারের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি মোড় এলাকায় সরিষাবাড়ী-তারাকান্দি-ভূয়াপুর প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন গ্রামের নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া, নিহতের বিপুলের বাবা আনোয়ার হোসেন কালু, বড় ভাই আল আমিন, সন্তানসহ এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, এমন নৃশংস হত্যার প্রধান আসামি আপেলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো গ্রেপ্তার করতে পারেনি। তাকে অতি দ্রুত গ্রেপ্তার করার আহ্বান জানান তারা। এছাড়া হত্যার সাথে সরাসরি যুক্ত গ্রেফতারকৃতদের ফাঁসির দাবিও জানান তারা।
জানা যায়, গত শুক্রবার (১৭ ই জানুয়ারি) সকালে জমি বিরোধের জেরে আতাউর রহমান বিপুল ও তার মা আসমা বেগম ও স্ত্রী মুক্তা বেগমের উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় আসাদুজ্জামান আপেলসহ তার লোকজন। হামলায় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে হত্যা করে।
এ সময় তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙ্গুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। বিপুলের মা আছমা বেগমকে পিটিয়ে একটি হাত ভেঙে দেয় আপেল ও তার লোকজন। এ ঘটনায় সরিষাবাড়ী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করলেও এখনো গ্রেপ্তার হয়নি মামলার প্রধান আসামি আপেল।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্যে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, ইতিমধ্যে আমরা ৫ জনকে গ্রেপ্তার করেছি। বাকীদের গ্রেপ্তারে কাজ চলছে। আর এমন নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ আমরাও জানাচ্ছি।।
এম জি