Top
সর্বশেষ

ঢাকা অভিমুখী বাস চালুর দাবিতে কুবি উপাচার্য বরাবর শিক্ষার্থীদের স্মারকলিপি

২১ জানুয়ারি, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ
ঢাকা অভিমুখী বাস চালুর দাবিতে কুবি উপাচার্য বরাবর শিক্ষার্থীদের স্মারকলিপি
কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে ঢাকা অভিমুখী বাস সেবা চালুর দাবিতে উপাচার্যের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ঢাকায় সপ্তাহে একদিন (শুক্রবার অথবা শনিবার) বাস সেবা চালুর প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন জরুরি প্রয়োজনে নিয়মিত ঢাকায় যাতায়াত করতে হয়। দেশের রাজধানী হওয়ায় চাকরির আবেদন, পরীক্ষা, সেমিনার, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য ঢাকায় যাতায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো বাস সেবা না থাকায় শিক্ষার্থীরা যথাসময়ে এসব কার্যক্রমে অংশ নিতে এবং সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় যে, ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা যেমন বিতর্ক, রচনা প্রতিযোগিতা, কুইজ এবং গবেষণা উপস্থাপনায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারেন। একইসঙ্গে, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং শিক্ষা বিষয়ক সেশনে অংশগ্রহণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. রাসেল মিয়া বলেন, “ক্যাম্পাসের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ঢাকা-কুমিল্লা রুটে বাস সেবা চালু করা। এতে চাকরি প্রার্থীসহ সকল শিক্ষার্থী রাজধানীর সঙ্গে সহজ সংযোগ স্থাপন করতে পারবেন। তাছাড়া, যেকোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে ঢাকায় যাতায়াত শিক্ষার্থীদের জন্য সহজ হবে।”

বিএইচ

শেয়ার