রাতের আঁধারে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে ‘খুনি হাসিনা’ ও ছাত্রলীগের প্রবেশ নিষিদ্ধ লেখা ব্যানার ছিঁড়ে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
সোমবার (২০ জানুয়ারি) আনুমানিক রাত ১২ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার ছেঁড়ার ভিডিওটি নিজের আইডিতে পোস্ট করেন নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মী। এ ঘটনায় ঢাকা কলেজ হলগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, একজন যুবক রাতের বেলায় ঢাকা কলেজের সামনে এসে মূল ফটকের সামনে ঝোলানো ‘ইতিহাসের সেরা দিন, খুনি হাসিনার জন্মদিন’ ও ‘ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ’ এই পোস্টারগুলো ছিড়তে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবকের নাম শাহ আজিজ তুষার। তার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
ভিডিওতে বলতে শোনা যায়, বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ প্রবেশ করবে। ইনশাল্লাহ শেখ হাসিনা আবার বাংলাদেশের মাটিতে পা রাখবে। ছাত্রলীগের ভাইয়েরা সবার অবস্থান থেকে প্রস্তুত হও।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঢাকা কলেজ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক মো: রেদওয়ানুল হক বলেন, রাতের বেলা খুনি হাসিনার দোসর ছাত্রলীগের সন্ত্রাসীরা বাইকে করে এসে ঢাকা কলেজের মূল ফটকে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ও খুনি হাসিনার ব্যানার খুলে ফেলে চলে যায়। এই দুঃসাহস কোথা থেকে তারা পায়। যারা আমাদের ভাই-বোনদের উপর নির্মম হত্যাকান্ড চালিয়েছে। যারা বিগত ১৭ বছরে মানুষের বাকস্বাধীনতা,মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল সেসব সন্ত্রাসীদেরকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এদেশের ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে হটিয়েছে। আমরা অপরাধীকে দ্রুত আইনের আওয়ায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ঢাকা কলেজ শাখার সদস্য সচিব মো: সজিব উদ্দিন বলেন, বারবারই ছাত্রলীগ প্রশ্নে আমরা কঠিন অবস্থানে রয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগ পুরো দেশে গনহারে হত্যাকান্ড চালিয়েছে।যার ফলশ্রুতিতে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই গনহত্যাকারী সংগঠনের নেতা-কর্মীরা দেশ ও জাতির শত্রু। কাজেই এই দেশে ছাত্রলীগ নামক কোনো সংগঠনের অস্তিত্ব আমরা দেখতে চাই না।
গতকাল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ঢাকা কলেজ এর সামনে এসে যে খুনি হাসিনার ব্যানার সরিয়েছে। কিন্তু প্রশাসন নিশ্চুপ,কোনো পদক্ষেপ তারা নেয়নি। এই দ্বারা প্রতীয়মান হয় যে একটি পক্ষ আওয়ামী লীগ, ছাত্রলীগকে আশ্রয় দিচ্ছে।
তিনি আরও বলেন, আমরা চাই নিরাপত্তার স্বার্থে দ্রুত সময়ে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের আইনের আওতায় আনতে হবে। আওয়ামী দোসর ও দালালদেরও আইনের আওতায় আনতে হবে। নয়তো ঢাকা কলেজ সাধারণ শিক্ষার্থীরা দুর্বার আন্দোলনে যাবে।
এম জি