Top

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, শিক্ষার্থীদের আনন্দ মিছিল

২০ জানুয়ারি, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, শিক্ষার্থীদের আনন্দ মিছিল
সোহানুর রহমান, জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তরিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসকে মুখরিত করেন।

সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বর হয়ে কাঠালতলা বিজ্ঞান ভবন অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে এসে উপাচার্য কে সামনে রেখে আনন্দ উৎসব করেন তারা।                     

মিছিল শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডির সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে উপাচার্য অধ্যাপক করিম অভিভূত হন এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন।

তিনি বলেন, এই আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং তারা একত্রিত হয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। তাঁরা সকলেই শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

বিএইচ

শেয়ার