Top
সর্বশেষ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রাক-স্নাতক পর্যায়ের চাকরির সুযোগ দিচ্ছে অ্যাপেক্স ডিএমআইটি

২২ জানুয়ারি, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রাক-স্নাতক পর্যায়ের চাকরির সুযোগ দিচ্ছে অ্যাপেক্স ডিএমআইটি

বাংলাদেশে প্রথমবারের মতো, একটি শীর্ষস্থানীয় বহুজাতিক কর্পোরেট কোম্পানি, অ্যাপেক্স ডিএমআইটি, বাংলাদেশী স্নাতক শিক্ষার্থীদের জন্য পূর্ণকালীন চাকরির প্রস্তাব দিয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে সাতজন মেধাবী শিক্ষার্থীকে অ্যাপেক্স ডিএমআইটি কর্তৃক কঠোর নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হয়েছে, যারা ব্যতিক্রমী দক্ষতা এবং সম্ভাবনা প্রদর্শন করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের আর্থিক, ব্যাংকিং এবং রিয়েল এস্টেট শিল্পে ২৪/৭ ডেটা ম্যানেজমেন্ট, সফটওয়্যার, বিশ্লেষণ এবং অবকাঠামোগত পরিষেবার জন্য বিখ্যাত অ্যাপেক্স ডিএমআইটি এই স্নাতকদের পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের দক্ষতা বিকাশের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে।

ডিআইইউ এবং অ্যাপেক্স ডিএমআইটির মধ্যে স্বাক্ষরিত এমওএ অনুষ্ঠানে চেয়ারম্যান মাইক কাজী নতুন প্রতিভা লালন এবং উদ্ভাবনকে উৎসাহিত করার ক্ষেত্রে এই অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দেন, যা সংস্থার পরিবর্তনকে আলিঙ্গন করা এবং বিবর্তন এবং শেখার মূল মূল্যবোধকে প্রতিফলিত করে। এই সহযোগিতা বাংলাদেশের আইটি খাতকে এগিয়ে নেওয়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই সহযোগিতা অ্যাপেক্স ডিএমআইটির আধুনিক প্রযুক্তির মাধ্যমে জীবনকে রূপান্তরিত করার, ক্ষমতায়নকে উৎসাহিত করার এবং সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ডিআইইউ শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ প্রদানের মাধ্যমে, অ্যাপেক্স ডিএমআইটি কেবল তাদের পেশাগত বিকাশকে সমর্থন করে না বরং স্থানীয় কর্মীবাহিনীকেও উন্নত করে, যা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখে।

অ্যাপেক্স ডিএমআইটির জেনারেল ম্যানেজার ইসমত জাহান এবং ডিআইইউ-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মনজুরুল হক সম্প্রতি এমওএ স্বাক্ষর করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাপেক্স ডিএমআইটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাদিকুর রহমান, ডিআইইউর অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন, ড. মোহাম্মদ মাসুম ইকবাল (এফবিই), ড. শেখ রাশেদ হায়দার নূরী (সিএসই), মো. নাসিমুল কাদের (সিআইএস) প্রমুখ।

শেয়ার