বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়ালী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাম্য ও মানবিক সমাজ বির্ণিমানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী কাজ করে যাচ্ছে।
বিগত সরকারের শাসন আমলের কথা উল্লেখ করে এস এম জিলানী বলেন, গত ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের পছন্দমত ব্যক্তিকে ভোট দিতে পারেনি। দেশের মানুষ মন খুলে কথা বলতে পারেনি। তাদের বাকস্বাধীনতাকে হরণ করা হয়েছিল। মানুষ তাদের মনের ভাব প্রকাশ করতে পারতো না। আমরা এই দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের ভোট ও কথা বলার অধিকার ফিরিয়ে এনেছি।
বান্ধাবাড়ী ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাহাবুব আলম খানের সভাপতিত্বে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবন চত্ত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বশার হাওলাদার, কোটালীপাড়া পৌর বিএনপির আহবায়ক ইউনুস আলী দাড়িয়া, সদস্য সচিব ওলিউর রহমানা হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এম জি