Top
সর্বশেষ

মোংলায় সিবিএ’র নির্বাচন বানচালের প্রতিবাদে বিক্ষোভ

২২ জানুয়ারি, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
মোংলায় সিবিএ’র নির্বাচন বানচালের প্রতিবাদে বিক্ষোভ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১১ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়র কথা রয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করে নির্বাচন পরিচালনা কমিটি।

কিন্তু মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ) এর কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক এ নির্বাচন বানচালের অভিযোগ উঠেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ) এর সাবেক সাধারণ সম্পাদক এস এম ফিরোজের উপর।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে মোংলা বন্দর এলাকায় মোংলা বিএনপি পরিবারের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতৃবৃন্দ।

বিক্ষোভ শেষে তারা বলেন, মোংলা বন্দরের প্রভাবশালী সিবিএ এর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মোংলা বন্দর কর্তৃপক্ষের জুনিয়র অফিসার এস এম ফিরোজের দুর্নীতি, অনিয়ম স্বেচ্ছাচারিতা ও চাকুরি শৃংখলা পরিপন্থি কর্মকান্ড দিনকে দিন বেড়েই চলছে। চাকরিতে যোগদান করার কয়েক বছরের ব্যবধানে তিনি সিবিএর প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ, বদলী, অবসরে যাওয়া ব্যক্তিদের ফাইলসহ বিভিন্ন কাজের তদবিরের নামে দু’হাতে কামিয়েছেন মোটা অংকের টাকা।

১৯৯৪ সালে সামান্য এলডিএ কাম টাইপিস্ট পদে চাকরিতে যোগদান করে ৩০ বছরের ব্যবধানে তিনি এখন নামে বেনামে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। নিজ ভায়রার নামে হিরণ পয়েন্টসহ বিভিন্ন নৌপথে বন্দর কর্তৃপক্ষের ড্রেজিংয়ের নামে কারচুপির মাধ্যমে আয় করেছেন কোটি টাকা। তৈরী করেছেন নিজ ও স্বজনদের নামে একাধিক আলিশান বাড়ি, কিনেছেন গাড়ি। ব্যক্তিগত এ গাড়িতে মোংলা বন্দর কর্তৃপক্ষের লোগো লাগিয়ে অফিসসহ বিভিন্ন জায়গায় ঘুরে খাটাচ্ছেন নানা প্রভাব। এ নিয়ে বহুবার সরকারের বিভিন্ন মহলে অভিযোগ দেওয়া হলেও কোন ফয়দা হয়নি। রয়েছেন বহাল তবিয়তে।

বক্তারা আরও বলেন, ক্ষমতার লোভে এই ফিরোজ যোগ দিয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগে। আওয়ামী লীগ পতনের পর তিনি এখন আবার কর্মচারী থেকে কর্মকর্তায় পদোন্নতি পেয়ে বিএনপিতে যোগদানের চেষ্টা করে পুনরায় সিবিএ নেতা হওয়ার স্বপ্ন দেখছেন।

এরআগে সিবিএ নির্বাচনকে পুঁজি করে সিবিএর এই সাবেক নেতা ও বর্তমান জুনিয়র অফিসার এস এম ফিরোজ গত ৭ই অক্টোবর লোকজন নিয়ে জোর করে সিবিএ অফিসে অবৈধভাবে একটি সভা করে বর্তমান নেতৃবৃন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অফিসের কম্পিউটার রুমে তালা দেওয়াসহ মূল্যবান নথি ও প্রয়োজনীয় কাগজ পত্র সরিয়ে ফেলে। এক পর্যায়ে তার নেতৃত্বে সিবিএ ভবন দখলের চেষ্টা চালালে বন্দরের নিরাপত্তা কর্মী ও আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরবর্তিতে জুনিয়র অফিসার ফিরোজকে এ নিয়ে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে গত ১৫ই অক্টোবর মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামান সাত কার্য দিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করেন। এখন সিবিএর এই নির্বাচনকে বানচাল করার জন্য ফিরোজ ঢাকার বিভিন্ন দপ্তরে তদবির চালাচ্ছে বলে জানান বিক্ষোভকারীরা।

এ বিষয় অভিযুক্ত এস এম ফিরোজ তার বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা ও চাকুরি শৃংখলা পরিপন্থি কর্মকান্ডে জড়িতের কথা অস্বীকার করে বলেন, তিনি বৈধভাবে ধন সম্পদ বানিয়েছেন। প্রতিপক্ষরা তার বিরুদ্ধে এ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

এ ব্যাপারে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ) এর দ্বিবার্ষিক নির্বাচন সাধারণ শ্রমিকদের অনেক দিনের দাবি। আমরা শক্ত হাতে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর পরিবেশে নির্বাচন পরিচালনা করব।

এম জি

শেয়ার