Top

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এই বছরেই!

২৫ মার্চ, ২০২১ ৬:৪০ অপরাহ্ণ
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এই বছরেই!

দুই দেশের বৈরিতা সীমান্তের কাঁটাতার বা রাষ্ট্রীয় দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকেনি, গড়িয়েছে ক্রিকেট মাঠ পর্যন্ত। এক দশক হয়ে গেছে, ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। তবে সেই বাঁধ ভাঙতে পারে এ বছরই।

বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপের মত আসর ছাড়া ভারত ও পাকিস্তানকে এখন একে অপরের মুখোমুখি হতে দেখা যায় না। বৈশ্বিক আসর বা টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রেও এক দেশের অন্য দেশে যেতে ঘোর আপত্তি। অথচ পাকিস্তানের এক সংবাদমাধ্যম দাবি করেছে, এ বছরই পাকিস্তান ক্রিকেট দলকে আতিথেয়তা দিবে ভারত।

পাকিস্তানের প্রথম সারির একটি সংবাদপত্রের দাবি, এ বছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বিরাট কোহলির দল। দুই বোর্ডের সম্পর্কের বরফ নাকি ইতোমধ্যে গলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আলোর মুখ দেখছে বিশ্বের সবচেয়ে আলোচিত দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট দলের লড়াই। সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা করতে ভারত ও পাকিস্তানের শীর্ষ কর্তারা দুই দিনের আলোচনায় বসবেন শীঘ্রই। বিষয়টি দুই দেশেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরই মাঝে এল ক্রিকেটের কাঁটাতার ভাঙার আভাস।

পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান সরকার পিসিবিকে ভারত সফরের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে। ভারতে মাঠে গড়ালে সিরিজটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, থাকবে তিনটি ম্যাচ। সময় বেছে নেওয়া হতে পারে এ বছরের শেষদিকে।

এখনও আলোচনার টেবিলে থাকা এই দ্বিপাক্ষিক সিরিজ আলোর মুখ দেখলে ভারত ও পাকিস্তানের পাশাপাশি খুশি হবে গোটা ক্রিকেট বিশ্বই!

শেয়ার