Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

২৩ জানুয়ারি, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ
দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
কুড়িগ্রাম প্রতিনিধি :

দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ২৪ জানুয়ারি সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে ব্যস্ততম সময় পার করছেন জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সকল স্তরের নেতাকর্মীরা। এ সম্মেলন নিয়ে তাদের মনে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণের সাথে স্থানীয় চাইনিজ হোটেলে প্রেসব্রিফিং করেন।

মাওলানা আবদুল মতিন ফারুকী জানান, কর্মী সম্মেলনের মাধ্যমে সংগঠনের আদর্শ, লক্ষ্য, ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। এই সম্মেলনে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে কর্মীরা অংশগ্রহণ করবেন।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলা মেনে সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এতে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসনের সহায়তা কামনা করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদের জামায়াতে ইসলামীর আমীরে জামাত ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন,  অধ্যক্ষ মাহাবুবুর রহমান বেলাল সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী।

এদিকে ২৪ জানুয়ারীর কর্মী সম্মেলন সফল করতে কুড়িগ্রাম সরকারি কলেজ  মাঠের সাজসজ্জাসহ সবধরনের প্রস্তুতি মূলক কর্মকাণ্ড জোরদারভাবে চলছে।

এনজে

শেয়ার