Top
সর্বশেষ

বিসিকের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

২৬ মার্চ, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ
বিসিকের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতীয় দিবস পালন শুরু করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। একই সঙ্গে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও পালন করছে সংস্থাটি।

শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে সকালে শিল্পমন্ত্রী, প্রতিমন্ত্রী, শিল্প সচিব, বিসিক চেয়ারম্যান, ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দফতর সংস্থার প্রধানরা শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিসিক পরিচালনা পর্ষদের সদস্য, বিসিক প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় (ঢাকা) ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে সংস্থাটির অন্যান্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে বিসিকের সব আঞ্চলিক ও জেলা কার্যালয়গুলো সজ্জিতকরণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন, আলোকসজ্জা, জন্মশতবার্ষিকী উপলক্ষে তৈরি করা থিম সং ব্যবহার ইত্যাদি।

শেয়ার