Top
সর্বশেষ

কর্মসংস্থান ব্যাংকে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা

২৬ মার্চ, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
কর্মসংস্থান ব্যাংকে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ)  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে ব্যাংকের প্রধান কার্যালয়ে “মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম আলোচনা সভায় প্রধান অতিথি এবং উপব্যবস্থাপনা পরিচালক  শেখ মো. জামিনুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক জনাব মেহের সুলতানা। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, নির্বাহীবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহন করেন।

শেয়ার