Top
সর্বশেষ

হেফাজতের হরতালে স্থবির ফেনী

২৮ মার্চ, ২০২১ ৬:৩০ অপরাহ্ণ
হেফাজতের হরতালে স্থবির ফেনী
ফেনী প্রতিনিধি :

সারাদেশে হরতালের সমর্থনে হেফাজতে ইসলাম নেতাকর্মীরা ফেনী শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করেছে ।

রোববার (২৮ মার্চ) সকালে মহিপাল, একাডেমী রোড , শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, মদিনা বাসস্ট্যান্ডসহ শহরের সর্বত্র হেফাজতের নেতাকর্মীদের হাতে লাঠি নিয়ে রাস্তায় অবস্থান করতে দেখা গেছে।

শহরের সব ধরনের যানবাহন চলাচল করতে বাধা দিতে দেখা যায়। এ সময় তারা রাস্তার পাশের দোকানপাট বন্ধ করে দেয়। হরতালের মিছিল বের করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মিছিলটি শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে শুরু হয়ে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন হেফাজতের ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ-সম্পাদক জাফর আহম্মদ চৌধুরী, সহ-সাংগঠনিক জসিম উদ্দিন, আবুল খায়ের মাছুম প্রমুখ।

অপরদিকে হেফাজতের নেতাকর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন। পুলিশের পাশাপাশি মাঠে টহলে ছিল র‌্যাব সদস্যরাও। বিশৃঙ্খলা ঠেকাতে শহরের প্রত্যেকটি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিক মাহমুদ বলেন, শহরে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই দিকে আমরা সতর্ক আছি। আমরা শহরের প্রত্যেকটি পয়েন্টে পুলিশ মোতায়েন করেছি। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার