Top
সর্বশেষ

তরুণীকে বশে আনতে পানি পড়া নিক্ষেপ, আটক ২

২৮ মার্চ, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
তরুণীকে বশে আনতে পানি পড়া নিক্ষেপ, আটক ২

প্রায়ই তরুণীকে উত্ত্যক্ত করতেন দুই যুবক। একপর্যায়ে ওই তরুণীকে বশীভূত করার উদ্দেশ্যে যুবকরা তার শরীরে তেল পড়া ও পানি পড়া ছুড়ে মারেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে পুলিশ দুই যুবকের একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

আটক ব্যক্তির নাম আব্দুল হাই (৪০)। তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

রোববার (২৮ মার্চ) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ১০টায় রাজশাহীর গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের মালমপাড়া এলাকা থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে দুজন ব্যক্তি এক তরুণীর গায়ে তরলজাতীয় পদার্থ ছুড়ে মেরেছে। তরুণীর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে তারা পালাতে চেষ্টা করে কিন্তু এলাকার লোকজন ধাওয়া করে একজনকে আটক করে। আরেকজন পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে বিষয়টি রাজশাহীর গোদাগাড়ী থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায় ৯৯৯- এর পক্ষ থেকে। এরপর গোদাগাড়ী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার জানান, এলাকাবাসীর সহযোগিতায় একজন অভিযুক্ত উত্ত্যক্তকারীকে আটক করা হয়। ভুক্তভোগী তরুণী (২৪) একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী। অভিযুক্ত দুই ব্যক্তি তরুণীকে কর্মস্থলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ঘটনার সময় তরুণী স্কুটি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে অভিযুক্ত দুই ব্যক্তি তরুণীকে বশীভূত করার উদ্দেশ্যে তার গায়ে তেল পড়া ও পানি পড়া ছুড়ে মারে।

অভিযুক্ত অপর ব্যক্তিকে পুলিশ আটকের চেষ্টা করছে বলে জানান জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

শেয়ার