Top

সেচ পাম্পে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

৩১ মার্চ, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ
সেচ পাম্পে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নইমুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

নঈমুল রাণীশংকৈল উপজেলার রায়পুর গ্রামডাঙ্গী গ্রামের আবু সামাদের ছেলে।

পুলিশ জানায়, নইমুল মঙ্গলবার সন্ধ্যায় তুষারের সেচ পাম্প দিয়ে বাড়ির পাশে বোরো ধান ক্ষেতে পানি নিচ্ছিলেন। এক পর্যায়ে বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসলে নঈমুল আবার পাম্প চালু করতে এগিয়ে যান। এই সময় বিদ্যুতায়িত হয়ে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। পরে তার ভাই আশরাফুল ঘটনাস্থলে এসে অচেতন অবস্থায় নইমুলকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফিরোজ আলম জানান হাসপাতালে আনার আগেই নঈমুলের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেচ পাম্পের বৈদ্যুতিক শক লেগে হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার