Top

মাগুরায় ভূমি উন্নয়ন ও কর আদায় বিষয়ে ২ দিনের প্রশিক্ষণ

০২ এপ্রিল, ২০২১ ৪:২৫ অপরাহ্ণ
মাগুরায় ভূমি উন্নয়ন ও কর আদায় বিষয়ে ২ দিনের প্রশিক্ষণ
মাগুরা প্রতিনিধি :

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন এটুআই প্রোগ্রাম ও ভুমি সংস্কার বোর্ডের উদ্যোগে ভূমি উন্নয়ন কর আদায় ও দাখিলের প্রয়োজনীয়তা বিষয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মাগুরা সদর উপজেলা পরিষদ আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু্‌। উদ্বোধনি অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, উপজেলা ভূমি উন্নয়ন কর্মকর্তা, ভূমি উন্নয়ন সহকারী, ইউপি চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, সমাজ কর্মী, শিক্ষক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করেন।

এ প্রশিক্ষণে ই-নামজারি বিষয়ে ধারনা প্রদান, নামজারির গুরুত্ব, ভূমি হন্তান্তর প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও ভূমি বিরোধ নিস্পত্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে ভূমি সংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় স্বল্প সময়ে পৌছে দেওয়ার লক্ষে সরকারের এই পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে কাজ করার আহবান জানানো হয়।

শেয়ার