Top

১৯ বছর বন্ধ থাকা নির্বাচন চালুর দাবিতে কিশোরগাড়ীতে মানববন্ধন

০২ এপ্রিল, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ
১৯ বছর বন্ধ থাকা নির্বাচন চালুর দাবিতে কিশোরগাড়ীতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে ১৯ বছর ধরে বন্ধ থাকা ভোট চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় সড়কে ঘন্টা ব্যাপি অবস্থান নিয়ে মানবন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজ সেবক সুরুজ হক লিটন, মনি মিয়া, জামাল হোসেনসহ অন্যরা।

বক্তারা জানান, মামলা জনিত জটিলতায় ১৯ বছর ধরে পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে নির্বাচন বন্ধ রয়েছে। কিন্তু আদালতে রিট পিটিশন  ও মামলা খারিজ হয়ে যায়। মামলা খারিজ হওয়ার পর নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় বৈধতা ফিরে পায়। দথন ধেতে ওই ইউনিয়নে নির্বাচনের কথা থাকলেও মামলাবাজ রিন্টু চেয়ারম্যান স্থানীয় প্রশাসনে দেনদরবার করে ১৯ বছর থেকে চেয়ারম্যানের পদ আকড়ে ধরে আছে।

নির্বাচনের বৈধতা থাকার পরেও ওই ইউপি চেয়ারম্যান রিন্টু মিয়া নির্বাচন অনুষ্ঠানের প্রযোজনীয় ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে ওঠে। তারা ভোটের দাবিতে শুক্রবার ২৮ কিলোমিটার দুর থেকে গাইবান্ধায় আসেন ও মানববন্ধন করেন ।

আদালতে রিট পিটিশন খারিজ হওয়া সত্ত্বেও নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এসময় বক্তব্য রাখেন সমাজ সেবক সুরুজ হক লিটন, মনি মিয়া, জামাল হোসেনসহ অন্যান্যরা।

শেয়ার