Top
সর্বশেষ

রংপুর বিভাগে এক দিনে করোনায় আক্রান্ত ২৪ জন

০২ এপ্রিল, ২০২১ ৭:২৭ অপরাহ্ণ
রংপুর বিভাগে এক দিনে করোনায় আক্রান্ত ২৪ জন
রংপুর প্রতিনিধি :

রংপুর বিভাগে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২০ জন।  করোনার শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ১৬ হাজার ৩শ’ ৪০ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ৩শ’ ১৫ জনের মৃত্যু হয়েছে। ১৫ হাজার ৬শ’ ৪০ জন সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, ২৪ ঘন্টায় রংপুরে ৯, গাইবান্ধায় ৬, দিনাজপুরে ৫, লালমনিরহাটে ২, নীলফামারীতে ১ এবং ঠাকুরগাঁয় জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দিনাজপুুর জেলায় ৪ হাজার ৮শ’ ৭৭ জন আক্রান্ত ও ১শ’ ১৪ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ১শ” ৮৫ জন আক্রান্ত ও ৭৩ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ’ ৪৭ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৫শ’ ১০ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৩শ’ ৯৯ জন অক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৩৮ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯শ’ ৭৬ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ৬ জন  আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী জানান, রংপুর বিভাগে মোট করোনায় আক্রান্ত ১৬ হাজার ৩শ’ ৪০ জন । নতুন আক্রান্ত ২৪ জন । করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৯৮ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯৭ হাজার ৫শ’ ৩৬ জন। একই সময়ে ৭৪ জনসহ মোট ৯৪ হাজার ২শ’ ৭৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

শেয়ার