Top

মেডিকেলের পরীক্ষা না দেয়ায় শাসন, বাবার পিস্তলের গুলিতে আত্মহত্যা

০২ এপ্রিল, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ
মেডিকেলের পরীক্ষা না দেয়ায় শাসন, বাবার পিস্তলের গুলিতে আত্মহত্যা

চট্টগ্রাম নগরের খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিম উদ্দিনের নামে ইস্যু করা পিস্তলের গুলিতে তার ছেলে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে আকবর শাহ থানার শাপলা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মাহিন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, ‘ মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ায় বকাবকি করে রাগ করে জুমার নামাজ পড়তে যান মাহিনের বাবা। এসময় মাহিন তার বাবার নামে ইস্যু করা পিস্তল দিয়ে নিজের বুকের ডানপাশে গুলি করে সে। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চিকিৎসকরা জানিয়েছেন, ‘তার বুকের ডান পাশে গুলিটি ছেদ করে হাড় ভেঙে ভেতরে প্রবেশ করে।’

শেয়ার