Top

নেতার বাসার সামনে কেরোসিন ঢেলে নারীর আত্বহত্যার চেষ্টা

০৩ এপ্রিল, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
নেতার বাসার সামনে কেরোসিন ঢেলে নারীর আত্বহত্যার চেষ্টা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে শরীরে কেরোসিন তেল ঢেলে শারমিন সুলতানা মল্লিকা (৪৫) নামে এক নারীর আত্বহত্যার চেষ্টা করেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফেসবুক লাইভে এ সংবাদে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তাকে অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে প্রকাশ্য দিবালোকে সিরাজগঞ্জ পৌর এলাকার প্রভাবশালী এক নেতার বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী। তিনি জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার কালিবাড়ি মহল্লার ডিস লাইন ব্যবসায়ী ওই গৃহবধূ ব্যবসা সংক্রান্ত বিষয়ে ২ নেতাকে মোটা অংকের টাকা দেন।

ব্যবসা ক্ষেত্রে এ টাকা দিলেও তাকে ব্যবসায় সম্পৃক্ত করা হয়নি এবং ওই টাকাও ফেরত দেয়া হয়নি। এ বিষয়ে ওই প্রভাবশালী নেতার কাছে একাধিকবার বিচার চেয়েও টাকা ফেরত পায়নি ওই গৃহবধূ। অবশেষে ওই গৃহবধূ সংসার ধ্বংসসহ তার ফেসবুক আইডিতে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে দুপুরে ওই প্রভাবশালী নেতার বাসভবনের সামনে ফেসবুক লাইফে বক্তব্য রাখেন এবং শরীরে কেরোসিন ঢেলে আত্বহত্যার চেষ্টা করেন।

এ সময় এক নারীসহ ২ ব্যক্তি তার আত্বহত্যার প্রতিরোধ করেন। ফেসবুক লাইফে এমন ঘটনা জেনে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র নির্দেশে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এ ঘটনাটি তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার